জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫
সারাদেশে প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৪:৫০
ছবি : বাংলাদেশের খবর
দেশের বিভিন্ন জেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন শুরু হয়েছে। কিশোরগঞ্জের কটিয়াদী, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী, নরসিংদীর পলাশ. গাজীপুরের শ্রীপুর, টাঙ্গাইলের মির্জাপুর, চট্টগ্রামের লোহাগাড়া ও নওগাঁর সাপাহারসহ একাধিক উপজেলায় বিভিন্ন স্টল নিয়ে পশুপাখি ও অন্যান্য প্রাণী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসন, খামারি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। প্রদর্শনীতে গরু, মহিষ, বিড়াল, কুকুর, পাখি, ছাগলসহ বিভিন্ন প্রাণী প্রদর্শিত হয় এবং দর্শনার্থীরা প্রাণীদের সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পান। বাংলাদেশের খবর’র জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।
শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুরু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল থেকে শ্রীপুর প্রাণীসম্পদ অফিস ক্যাম্পাসে ৩০টি স্টলে নানা জাতের পশুপাখি প্রদর্শিত হচ্ছে। সকাল ১১টায় খামারি, সুধিজন ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শহরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশরাফ হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ।
প্রদর্শনীতে গরু, মহিষ, বিড়াল, কুকুর, হাঁস-মুরগি, কবুতর, পাখি, ভেড়া ও ছাগলসহ বিভিন্ন প্রাণী দেখানো হয়েছে। ক্ষুদ্র আকারের ভুট্টি গরু দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ। খামারিরা জানান, প্রদর্শনী তাদের জন্য অভিজ্ঞতা বিনিময় ও উৎসাহের প্ল্যাটফর্ম।
মির্জাপুর (টাঙ্গাইল) : মির্জাপুরে ‘দেশীয় জাত, উন্নতি প্রযুক্তি’ প্রতিপাদ্য নিয়ে প্রাণীসম্পদ সপ্তাহ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন। উপজেলা প্রাণীসম্পদ অফিসার শুভাশিষ কর্মকারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন উপজেলা নির্বাহী অফিসার।
প্রদর্শনীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০টি পরিবারের মাঝে ৩০ জোড়া ছাগল বিতরণ করা হয়েছে। গরু ও মহিষ পালনকারী দুই খামারিকে মিল্কিং মেশিন প্রদান করা হয়েছে। ৩০টি স্টলে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, পাখি, মুরগি ও অন্যান্য প্রাণী প্রদর্শিত হয়েছে।
লোহাগাড়া (চট্টগ্রাম) : ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্য নিয়ে লোহাগাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সেতু ভূষণ দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মো. সাইফুল ইসলাম।
প্রদর্শনীতে ৩০টি স্টলে উচ্চ ফলনশীল গাভী, উন্নতজাত ষাঁড়-বাছুর, পোষাপ্রাণী, পশুখাদ্য, প্রাণিসম্পদ প্রযুক্তি ও ফুড কর্নার প্রদর্শিত হয়েছে। এছাড়া সরকারি কর্মকর্তা, উদ্যোক্তা, শিক্ষক ও ছাত্রছাত্রী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দর্শনার্থীদের মধ্যে সিদ্ধ ডিম ও দুধ বিতরণ করা হয়।
সাপাহার (নওগাঁ) : সাপাহার উপজেলায় শোভাযাত্রার মাধ্যমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ ফিতা কেটে প্রদর্শনী উদ্বোধন করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রোমানা রিয়াজ।
প্রদর্শনীতে ৩০টি স্টল অংশ নেয়। এতে স্থানীয় খামারী ও উদ্যোক্তারা তাদের গরু, মহিষ, ছাগল, পাখি ও অন্যান্য প্রাণী প্রদর্শন করেন।
কটিয়াদী (কিশোরগঞ্জ) : কটিয়াদীতে প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২৫-এর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা লাবনী আক্তার তারানা। বিশেষ অতিথি ছিলেন ডা. সাইফ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. মো. শাহীন মিয়া।
প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতর ও অন্যান্য উন্নত প্রজাতির পশুপাখি প্রদর্শিত হয়। খামারিরা জানান, এটি তাদের জন্য অভিজ্ঞতা বিনিময় ও উৎসাহের একটি প্ল্যাটফর্ম।
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) : উপজেলায় প্রাণিসম্পদ সচেতনতা ও উন্নয়নমূলক প্রদর্শনী ও র্যালি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। প্রদর্শনীতে খামারি, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় জনগণ অংশ নেন।
বক্তারা প্রাণিসম্পদ উন্নয়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, গবাদিপশুর রোগ প্রতিরোধ ও আধুনিক খামার ব্যবস্থাপনায় গুরুত্বারোপ করেন। র্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।
পলাশ (নরসিংদী) : পলাশ উপজেলায় সপ্তাহব্যাপী ‘প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫’ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন ইউএনও মোঃ আবুবক্কর সিদ্দিকী।
প্রদর্শনীতে উন্নতজাত গাভী, ষাঁড়, বাছুর, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস ও দেশীয় পাখি প্রদর্শিত হয়। এছাড়া দুধ, ডিম, মাংস উৎপাদন প্রযুক্তি, টিকা, ঔষধ ও পশুখাদ্য প্রদর্শিত হয়। সকালে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এআরএস

