Logo

সারাদেশ

সাভারে ৬০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৫:০৩

সাভারে ৬০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা জেলার ডিবি (উত্তর) বিশেষ অভিযানে সাভারের ফিরিঙ্গিকান্দা এলাকা থেকে ৬০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের (পিপিএম) নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নি.) মো. আ. মুত্তালিব ও সঙ্গীয় ফোর্স সদস্যরা অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. দুদু মিয়া (৬৫)। তিনি সাভার মডেল থানার ফিরিঙ্গিকান্দা এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, অভিযানের সময় গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে চোলাই মদ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে সাভার ও আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

সাভার মডেল থানায় এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর