রঘুনাথপুরে বাঁধ পুনর্নির্মাণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ
জেআই জুয়েল, বরিশাল
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৫:৩১
ছবি : বাংলাদেশের খবর
ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (বাপাউবো অংশ) প্রকল্পের আওতাধীন রঘুনাথপুর এফসিডি উপ-প্রকল্পে বাঁধ পুনর্নির্মাণ কার্যক্রমে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মুশফিকুর রহমান শুভ এবং সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের রিসেটলমেন্ট স্পেশালিস্ট শহিদ রহমত কাদির, পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ রফিকুল ইসলাম এবং পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ বিল্লাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টেকসই বাঁধ ও পানি ব্যবস্থাপনা কাঠামো অপরিহার্য। রঘুনাথপুরে পুনর্নির্মিত বাঁধ স্থানীয় কৃষি, ফসল উৎপাদন ও জীবিকা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রকল্পের অন্যতম প্রধান অংশ হিসেবে উল্লেখ করে তারা বলেন, সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগীদের সমন্বিত প্রচেষ্টায় এলাকার মানুষের জীবনমান উন্নত হবে।
বিশ্বব্যাংকের প্রতিনিধি শহিদ রহমত কাদির বলেন, ‘পুনর্বাসন ছাড়া কোনো উন্নয়ন প্রকল্পই মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না। আমরা প্রকল্পের শুরু থেকেই স্থানীয়দের সঙ্গে কাজ করছি যাতে মানুষের অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা যায়।’
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, ‘বাঁধ পুনর্নির্মাণ সম্পন্ন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও আকস্মিক বন্যায় ফসলের ক্ষতি অনেকটা কমবে। প্রকল্পের প্রতিটি ধাপ স্বচ্ছভাবে বাস্তবায়ন করা হচ্ছে।’
সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার বলেন, ‘সরকার জনগণের পাশে আছে এবং থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে আমরা সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছি।’
চেক গ্রহণকারীরা সরকারের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, ক্ষতিপূরণ পাওয়ায় তাদের দুর্ভাবনা অনেকটা কমে গেছে। তারা বাঁধ পুনর্নির্মাণ কার্যক্রম সফল করতে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।
এআরএস

