ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে জেলার সদর উপজেলায় দুই টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ফরিদপুর সদর উপজেলার ভেলাবাজে অবস্থিত আনন্দনগর আল-আমীন এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান জানান, জেলার সদর উপজেলায় নিষিদ্ধ পলিথিন বিক্রি ও বাজারজাতকরণ রোধে এই অভিযান চালানো হয়েছে।
তিনি বলেন, ‘এসময় আনন্দনগর আল-আমীন এন্টারপ্রাইজ থেকে আনুমানিক দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। অভিযানের সময় গোডাউনের কর্মীরা পালিয়ে যায়।’
অভিযানে ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ জিহাদ হোসেন এবং আনসার ব্যাটেলিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
অপূর্ব অসীম/এআরএস

