পাহাড়ি অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর উদ্যোগ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৬:০৭
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দূর্গম গ্রামগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে মানবিক সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এর অংশ হিসেবে পানছড়ি সাব জোনের টহলরত সেনা সদস্যরা সম্প্রতি স্থানীয় একটি মেলায় অংশ নেন, যা এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
মেলায় এক শিশুর হাতে সেনা কর্মকর্তাকে ফুল উপহার দেওয়ার মুহূর্তটি স্থানীয়দের মধ্যে সেনাবাহিনীর প্রতি গভীর সম্মান ও আস্থার প্রতিফলন ঘটায়। এটি আবার প্রমাণ করে যে দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা রয়েছে।
খাগড়াছড়ি জোনের দিকনির্দেশনায় পানছড়ি সাব জোন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। যার মধ্যে রয়েছে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও পাঠদান সহায়তা, যুবসমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, পাড়া-মহল্লায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও জনসচেতনতা কার্যক্রম এবং দূরবর্তী গ্রামে ত্রাণ ও মানবিক সহায়তা প্রদান।
এছাড়াও, স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনী ইতিবাচক ভূমিকা রাখছে।
ছোটন বিশ্বাস/এআরএস

