সোনারগাঁয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৭:০৪
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের স্বামী আদিলকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাও এলাকায় র্যাংগস ফ্যাক্টরির আবাসিক কোয়ার্টারে রিয়ার মরদেহ পাওয়া যায়।
নিহত রিয়া জামালপুর সদরের চুনুটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে। তার স্বামী কামারগাও এলাকার র্যাংগস ফ্যাক্টরিতে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. ইমরান আহম্মেদ জানান, মৃতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
- সজীব/এমআই

