Logo

সারাদেশ

মিঠাপুকুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী, খামারিদের ভিড়

Icon

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৮:২৪

মিঠাপুকুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী, খামারিদের ভিড়

ছবি : বাংলাদেশের খবর

রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ মাঠে বুধবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এর সমাপনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।

আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা ও উদ্ভাবনী কৃষি প্রযুক্তিকে কেন্দ্র করে আয়োজিত এই দিনব্যাপী প্রদর্শনীতে উপজেলার খামারি, উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আলতাব হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর থানার ওসি নূরে আলম সিদ্দিকী।

এছাড়া উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান এবং মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রদর্শনীতে অংশ নেয় উপজেলায় সক্রিয় খামারি, নারী উদ্যোগী খামার, তরুণ উদ্যোক্তা এবং আধুনিক প্রযুক্তিভিত্তিক খামার ব্যবস্থাপনায় যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান। দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ, উন্নত খাদ্য প্রস্তুত, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, গরু–ছাগল–পোলট্রি ব্যবস্থাপনার প্রযুক্তিসহ নানা উদ্ভাবনী কার্যপদ্ধতি প্রদর্শিত হয়।

অতিথিরা বলেন, দেশের প্রাণিসম্পদ খাত দ্রুত এগোচ্ছে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে উৎপাদনশীলতা বাড়ছে। সরকারি উদ্যোগ ও প্রশিক্ষণ মাঠপর্যায়ে ছড়িয়ে দিলে এ খাতে আরও বড় সম্ভাবনা তৈরি হবে বলে তারা মন্তব্য করেন। খামারিদের টেকসই উন্নয়নে নিয়মিত সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন বক্তারা।

পরে শ্রেষ্ঠ খামারি, উদ্ভাবনী প্রদর্শনকারী এবং সফল উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, মিঠাপুকুর। সহযোগিতায় ছিল প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

রাখিবুল হাসান রাখিব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দিবস উদযাপন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর