Logo

সারাদেশ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৮:৩৯

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নাঈমুল ইসলাম (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলার বারইয়ারহাট পৌরবাজারের উত্তর ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈমুল ইসলাম ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের দৌলতপুর এলাকার আমানুল্লাহর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বিকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট উত্তর পাশের ইউটার্নে মোটরসাইকেল চালানোর সময় নাঈমুল দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা করে দেখা যায়, তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। তার মাথা ও হাতে আঘাতের চিহ্ন ছিল।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, বারইয়ারহাট পৌরবাজারের উত্তর ইউটার্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ থানায় রাখা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর