Logo

সারাদেশ

রামগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় মূল আসামি গ্রেপ্তার

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৯:১৯

রামগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় মূল আসামি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

লক্ষ্মীপুরের রামগঞ্জে এক ব্যবসায়ীকে দোকানে ঢুকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব–১১।

বুধবার (২৬ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব–১১–এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু।

ব্রিফিংয়ে জানানো হয়, বকেয়া টাকা পরিশোধ না করা নিয়ে অভিযুক্ত ইউসুফ আলীর সঙ্গে ব্যবসায়ী আনোয়ার হোসেনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ইউসুফ তাকে দোকানের ভেতরে ডেকে নিয়ে বুকে ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা আনোয়ারকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। পরে নিহতের স্ত্রী ফারজানা আক্তার সাথী একজনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩–৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মূল আসামি ইউসুফকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে রামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে স্থানীয় যুবদল কর্মী ইউসুফ ও তার সহযোগীরা আনোয়ারের দোকানে ঢুকে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।

মোস্তাফিজুর রহমান টিপু/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মামলা গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর