আলফাডাঙ্গায় ‘প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী’ অনুষ্ঠিত, খামারিদের মিলনমেলা
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ২০:০২
ছবি : বাংলাদেশের খবর
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও প্রাণিসম্পদ প্রদর্শনী সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

বেলুন উড়িয়ে ও ফিতা কেটে আনুষ্ঠানিকতা শুরু করা হয়। পরে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য এক র্যালি বের হয়। র্যালি শেষে অতিথিবৃন্দ প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন। এরপর এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান। বক্তারা দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদের গুরুত্ব তুলে ধরেন এবং খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন।

এই প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৩০টি স্টলে খামারিরা তাদের পালনকৃত উন্নত প্রজাতির গবাদিপশু ও পাখি নিয়ে অংশগ্রহণ করেন। মেলায় উন্নত জাতের গরু, ছাগল, ঘোড়া, হাঁস, মুরগী ও কবুতরসহ নানা ধরনের পশু-পাখির নজরকাড়া সমাহার দেখা যায়। আধুনিক খামার ব্যবস্থাপনা এবং উন্নত জাতের পশু দেখতে সকাল থেকেই সাধারণ মানুষ মেলায় ভিড় জমান। এই প্রদর্শনী খামারি ও সাধারণ মানুষের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করে।
সবশেষে অংশগ্রহণকারী খামারিদের উৎসাহ দিতে মোট ১১টি ক্যাটাগরিতে ১৬ জন সফল খামারির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সফল খামারি, উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রাকিবুল/এইচকে

