Logo

সারাদেশ

'জুলাই সাহসী সাংবাদিক' পুরস্কার হাতিয়ে নেয়া প্রতারক শেখ ফয়েজ গ্রেপ্তার

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৩:২০

'জুলাই সাহসী সাংবাদিক' পুরস্কার হাতিয়ে নেয়া প্রতারক শেখ ফয়েজ গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

ফরিদপুরে ‘জুলাই সাহসী সাংবাদিক’ পুরস্কার পাওয়া কথিত সাংবাদিক ও প্রতারক হিসেবে পরিচিত শেখ ফয়েজ আহমেদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্স এলাকা থেকে তাকে আটক করা হয় বলে কোতোয়ালি থানা–পুলিশ জানিয়েছে।

শেখ ফয়েজ ফরিদপুর শহরের গোয়ালচামট খোদাবক্স সড়কের বাসিন্দা। তিনি ফরিদপুর প্রেসক্লাবের সদস্য ছিলেন। পাশাপাশি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা শাখার সভাপতির দায়িত্বেও ছিলেন।

তথ্য অনুসারে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েও গত ৩ আগস্ট ‘ভুয়া তথ্য’ ব্যবহার করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ‘জুলাই সাহসী সাংবাদিক’ পুরস্কার নেন ফয়েজ। বিষয়টি প্রকাশ্যে এলে ক্ষোভ জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

ফরিদপুরের সাংবাদিকরাও প্রতিবাদ জানান এবং পুরস্কার বাতিলের দাবিতে মানববন্ধন করেন। পরে তাকে প্রেসক্লাবের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।

এ ছাড়া ফরিদপুর সেন্ট্রাল কো–অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে গ্রাহকের প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

কোতোয়ালি থানা সূত্র জানায়, গত বছরের ১০ অক্টোবর ফরিদপুরে ছাত্র–জনতার ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন শেখ মুজাহিদুল ইসলাম। সেই মামলায় ৯৭ নম্বর আসামি হলেন শেখ ফয়েজ।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর হামলার ঘটনায় ফয়েজ এজাহারভুক্ত আসামি। তাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল। বুধবার সন্ধ্যায় আলিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তারের পর সন্তুষ্টি প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ। তিনি বলেন, ‘২৪-এর আন্দোলনে শেখ ফয়েজ ছাত্র–জনতার ওপর হামলা করেছে। সে মামলার অন্যতম আসামি। এরপরও এমন বিতর্কিত ব্যক্তিকে সাহসী সাংবাদিক পুরস্কার দেওয়ায় আমরা বিস্মিত হয়েছিলাম। প্রেসক্লাব থেকে বহিষ্কারের পরও সে নিয়মিত সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করছিল।’

অপূর্ব অসীম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান হত্যা / খুন মামলা গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর