কুষ্টিয়া-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৪:০৭
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিএনপির নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করেছেন। সাবেক তিনবারের এমপি ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলামের সমর্থকরা বুধবার (২৬ নভেম্বর) বিকেলে মশান বাজারে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বেলা সাড়ে চারটার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মশান বাজার এলাকায় নেতাকর্মীরা একত্রিত হতে শুরু করেন। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা রাস্তার দুই ধারে জড়ো হয়ে প্রায় এক ঘণ্টা ধরে মিছিল, স্লোগান এবং অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা সড়কের মাঝখানে শুয়ে সন্ধ্যা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেন।
বিক্ষোভকারীদের দাবি, প্রাথমিক মনোনয়ন পাওয়া ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর মনোনয়ন বাতিল করে অধ্যাপক শহীদুল ইসলামকে প্রার্থী করা হোক। তারা বলেন, ‘তৃণমূলের মর্যাদা উপেক্ষিত হলে আর কোনো পথ অবশিষ্ট থাকে না। আমরা দীর্ঘদিন দলের তৃণমূল থেকে দূরে থাকা নেতার প্রতি আস্থাহীনতা তৈরি হয়েছে। তাই প্রার্থী পরিবর্তন জরুরি।’
মিরপুর উপজেলা বিএনপি সভাপতি আশরাফুজ্জামান শাহীন বলেন, ‘দীর্ঘদিন দলের পক্ষে কাজ করা অধ্যাপক শহীদুল ইসলামকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া উচিত। তা না হলে আসন হারানোর সম্ভাবনা রয়েছে।’
বিক্ষোভে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা ও উপজেলা যুবদলের নেতারা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ শেষে নেতারা ঘোষণা দেন, প্রার্থী পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন শান্তিপূর্ণভাবে চলবে।
এআরএস

