Logo

সারাদেশ

সোনারগাঁয়ে ছাত্রদল নেতাসহ ৭ জনের বিরুদ্ধে জাহাজ কেটে বিক্রির অভিযোগ

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৪:১১

সোনারগাঁয়ে ছাত্রদল নেতাসহ ৭ জনের বিরুদ্ধে জাহাজ কেটে বিক্রির অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভাড়া করা মালবাহী জাহাজ কেটে বিক্রির অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেনসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় গত ১৫ দিন ধরে এইচবি হারুন এন্ড ব্রাদার্স মেঘনা শীপইয়ার্ডে জাহাজটি কেটে স্টীলের প্লেট বিক্রি করা হয়। জাহাজের মালিক রাকেশ শর্মা বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

বুধবার (২৬ নভেম্বর) সকালে নজরুল ইসলাম নামের এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নজরুল ইসলামকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

মামলার বিবরণে জানা যায়, সাবেক ছাত্রদল নেতা শাহাদাত হোসেন চট্টগ্রাম থেকে ডাম্ব বার্জ (ডিবি) নামের একটি জাহাজ ভাড়া করে সোনারগাঁয়ে নিয়ে আসেন। এরপর শাহাদাতের নেতৃত্বে মো. জাফর, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, এমদাদুল হক, জাফর মিয়া ও হোসেনসহ ১০–১৫ জনের একটি সিন্ডিকেট জাহাজটি কেটে বিক্রি করেন। এতে প্রাথমিকভাবে এক কোটি ষাট লাখ টাকার ক্ষতি হয়েছে।

জাহাজের মালিক রাকেশ শর্মা বলেন, ‘এক মাসের চুক্তিতে জাহাজটি মাল টানার জন্য ভাড়া করা হয়েছিল। কিন্তু শাহাদাত ও তার সহযোগীরা সিন্ডিকেট করে জাহাজটি কেটে বিক্রি করেছে।’

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ‘মালবাহী জাহাজ কেটে বিক্রির ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

শাহাদাত হোসেনের বাবা ও শীপইয়ার্ডের মালিক রফিকুল ইসলাম জানান, বিষয়টি জানতে পেরে জাহাজ কাটা বন্ধ রাখা হয়েছে এবং মালিক পক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।

সজিব হোসেন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রদল গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর