ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার পুনর্গঠনের উদ্যোগ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৪:১৫
ছবি : বাংলাদেশের খবর
ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারকে স্বাবলম্বী করতে ছাগল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৪ সালের প্রলয়ংকারী বন্যায় সকিনা আক্তারসহ এইসব পরিবারের ঘর ও রোজগারের পথ বন্ধ হয়ে যায়।
বুধবার (২৬ অক্টোবর) বিকেলে নবাবপুর ইউনিয়নের আমিরাবাদ বি.সি লাহা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ছাগল বিতরণ করেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা।
নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, নবাবপুর বি.সি লাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম বাদশা, সোনাগাজী ছাবের পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিন।
নবাবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিন জানান, ইউনিয়ন পরিষদের অর্থায়নে ৫০টি পরিবারের মাঝে শতাধিক ছাগল বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে পরিবারগুলো স্বাবলম্বী হয়ে পুনরায় ঘুরে দাঁড়াতে পারবে।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা সুলতানা বলেন, ‘বন্যায় ফেনীর সব উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। গরিব ও প্রান্তিক পর্যায়ের অসহায় পরিবারগুলোকে ছাগল বিতরণের মাধ্যমে স্বাবলম্বী করতে সহায়তা করা হবে। তারা ছাগল পালনের মাধ্যমে আগামীতে উপার্জন করতে পারবে।’
এআরএস

