Logo

সারাদেশ

পঞ্চগড় সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় গরু জব্দ

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৪:২৩

পঞ্চগড় সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় গরু জব্দ

ছবি : বাংলাদেশের খবর

পঞ্চগড়ের বোদা সীমান্তে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চারটি ভারতীয় গরু জব্দ করেছে। জব্দকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, বিশেষ নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জেলার ধামেরঘাট বিওপির নায়েব সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে ভোরে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বোদা উপজেলার কালিয়াগঞ্জ কাজলদিঘীর ইউনিয়নের লাহেরীপাড়া নামক স্থানে সীমান্ত পিলার ৭৭০/১-এস থেকে অন্তত একশো গজ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করা ভারতীয় চারটি গরু মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।

এর আগে ২৩ নভেম্বর ভোরে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সীমান্ত এলাকায় নীলফামারী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদের নেতৃত্বে যৌথ অভিযানে মালিকবিহীন ছয়টি ভারতীয় গরু জব্দ করা হয়েছিল। জব্দকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ছিল ৪ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধের জন্য আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক। মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান বন্ধে ৫৬ বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এসকে দোয়েল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি সীমান্ত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর