টঙ্গীবাড়ীতে শিশুর জন্মদিনে সবুজ বার্তা
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৪:২৮
ছবি : বাংলাদেশের খবর
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক দম্পতি ছেলের জন্মদিনকে মানবিক ও পরিবেশবান্ধব আঙ্গিকে উদযাপন করেছেন। জন্মদিনের কেক ও বেলুনের বদলে তারা বেছে নিয়েছেন গাছের চারা বিতরণ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন।
রুদ্রদীপ পালের জন্মদিনে তার বাবা রাজীব পাল রনি ও মা পূর্ণিমা পাল টঙ্গীবাড়ী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় ২১৭টি গাছের চারা বিতরণ করেন। তারা আশা করেন, ছেলের জন্মদিন শুধু আনন্দ নয়, দায়িত্ববোধও তৈরি করবে।
টঙ্গীবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিশু অংশ নেন। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা ও কলম। অন্যান্য শিশুরাও অন্তত একটি করে চারা পান। বিতরণকৃত চারা ছিল কৃষ্ণচূড়া, বকুল, কাঁঠাল, পেয়ারা, বহেরা, হরতকি, চালতা, নিম, কাগজি লেবু, জাম, কাঠবাদাম, সোনালু ও বেলসহ নানা ফলদ, বনজ ও ঔষধি গাছ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন আক্তার বলেন, ‘গাছ শুধুই সৌন্দর্য নয়, এটি মানুষের জীবনের জন্য অক্সিজেনের উৎস। শিশুদের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা তৈরি হোক-এটাই আমাদের লক্ষ্য।’
রুদ্রদীপের জন্মদিন ২৮ নভেম্বর। চলতি বছর সে অষ্টম বছরে পা দিয়েছে। তার বাবা-মা জানান, ভবিষ্যতেও প্রতি বছর এভাবেই জন্মদিন উদযাপন চালিয়ে যাবেন।
এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। ছোট্ট রুদ্রদীপ ইতোমধ্যেই খুদে লেখক হিসেবে পরিচিত; তার কবিতা ও লেখা দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে।
এআরএস

