Logo

সারাদেশ

শ্যামনগরে অভিযানে ৮৬০ কেজি শামুক জব্দ

Icon

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৪:৩২

শ্যামনগরে অভিযানে ৮৬০ কেজি শামুক জব্দ

ছবি : বাংলাদেশের খবর

সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৮৬০ কেজি শামুক জব্দ করেছে বন বিভাগ। বুধবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে হাজির মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় এই শামুকগুলো উদ্ধার করা হয়।

জব্দকৃত শামুকগুলো বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে চুনা নদীতে অবমুক্ত করা হয়েছে। এসময় সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক, বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান, ডেপুটি রেঞ্জার নির্মল কুমার মন্ডলসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সুন্দরবন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর