Logo

সারাদেশ

গোপালগঞ্জে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৫:০৮

গোপালগঞ্জে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবরের মনোনয়ন বাতিলের দাবিতে গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও দলের কয়েকজন হেভি ওয়েট নেতা বিক্ষোভ মিছিল ও মোটর শোভাযাত্রা করেছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ শহরের রোডস অ্যান্ড হাইওয়ের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল ও মোটর শোভাযাত্রা জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঘোনাপাড়া হয়ে কাশিয়ানী উপজেলার রামদিয়ায় গিয়ে শেষ হয়। এতে প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শহরের পুলিশ লাইন এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক সংসদ প্রার্থী এম এইচ খান মঞ্জু বলেন, ‘গোপালগঞ্জ-২ আসন থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আমরা সেটিকে প্রত্যাখ্যান করছি। বিষয়টি পুনর্বিবেচনার জন্য তারেক জিয়া ও বেগম খালেদা জিয়ার কাছে আবেদন জানাচ্ছি।’

একই আসনের তিনবারের প্রার্থী এম সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘প্রাথমিক মনোনীত প্রার্থী জনবিচ্ছিন্ন, চাঁদাবাজ ও মামলাবাজ। সাধারণ জনগণ তাকে চেনে না। তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় অবৈধ অস্ত্রসংক্রান্ত অভিযোগ রয়েছে। তাই আমরা মনোনয়ন বঞ্চিত পাঁচজন প্রার্থীর পক্ষে এই বিক্ষোভ ও মোটর শোভাযাত্রা আয়োজন করেছি।’

  • পলাশ সিকদার/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর