Logo

সারাদেশ

ফেনীর কুইন্স নার্সিং কলেজে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৫:৫৯

ফেনীর কুইন্স নার্সিং কলেজে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

ফেনী শহরের দেবীপুরে অবস্থিত কুইন্স নার্সিং কলেজে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ আবদুল কাইয়ুম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ দিপালী রানী চক্রবর্তী। ৩য় বর্ষের শিক্ষার্থী মোছা. ফারজানা ইয়াসমিন ও ইমন কান্তি দাস যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি ছিলেন কলেজের ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. আলা উদ্দিন মজুমদার, ফেনী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মহি উদ্দিন আহমেদ, কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর আলম, পরিচালক ডা. নাজমুল ইসলাম, মো. আকতার কামাল ও ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারী দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বিদায় দেওয়া হয় এবং পঞ্চম ব্যাচের শিক্ষার্থীদের ফুল দিয়ে নবীন বরণ করা হয়।

প্রধান অতিথি প্রফেসর ডা. আবদুল কাইয়ুম বলেন, ‘একজন নার্স রোগীকে সুস্থ করতে ও জীবনের ঝুঁকি থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জরুরি ও ইমারজেন্সি বিভাগে নার্সরাই অনেক সময় রোগীর শেষ ভরসা হয়ে থাকেন। তাই নার্সিং পেশাকে জনকল্যাণমুখী করে এগিয়ে আসা প্রয়োজন। যে নার্স যত ভালো কাজ জানে, তার চাহিদা তত বেশি থাকবে।’

এম. এমরান পাটোয়ার/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর