Logo

সারাদেশ

টাঙ্গাইল কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৬:০৭

টাঙ্গাইল কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

ছবি : সংগৃহীত

টাঙ্গাইল জেলা কারাগারে অসুস্থ হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার রাতে তিনি টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। টাঙ্গাইল জেল সুপার মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃত্যুবরণকারী ৫৫ বছর বয়সী সুলতান মিয়া মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই হরিরপাড়া গ্রামের আজমত আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

জেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় সুলতান মিয়া সহ মোট ১০০ জনের নাম উল্লেখ করা হয় এবং ৪–৫ শতকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

জেল সুপার মো. শহিদুল ইসলাম জানান, বুধবার বিকেলে সুলতান মিয়া বুকে ব্যথার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান। সুলতান মিয়া এক মাস ধরে কারাগারে ছিলেন।

রেজাউল করিম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর