Logo

সারাদেশ

বান্দরবানে ৩ দিনব্যাপী ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

Icon

সোহেল কান্তি নাথ, বান্দরবান

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৬:৪৭

বান্দরবানে ৩ দিনব্যাপী ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

বান্দরবানে পিআইবির আয়োজনে তিন দিনব্যাপী ‘ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ’ সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি, পিআইবির সিনিয়র প্রশিক্ষক (অস্থায়ী) গোলাম মুর্শেদ, প্রশিক্ষক মো. শাহ আলম, প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধজ্যোতী চাকমা, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এনএ জাকিরসহ বান্দরবানে কর্মরত সাংবাদিকরা।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘ডিজিটাল যুগে সাংবাদিকতাকে আরও গতিশীল ও দায়িত্বশীল করতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। বান্দরবানের সাংবাদিকরা এ প্রশিক্ষণের মাধ্যমে তাদের পেশাগত যোগ্যতা আরও সমৃদ্ধ করবেন। ডিজিটাল টুল ব্যবহারে দক্ষতা বাড়লে সংবাদ পরিবেশন হবে আরও নির্ভুল, সময়োপযোগী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন।’

প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা জানান, ডিজিটাল নিরাপত্তা, কনটেন্ট তৈরি ও মোবাইল রিপোর্টিংয়ের বাস্তব অনুশীলন তাদের কাজে নতুন মাত্রা যোগ করবে। পরে অতিথিরা প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় ৩৫ জন সাংবাদিক ডিজিটাল সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), মোবাইল জার্নালিজম, এআই ব্যবহার, সামাজিক মাধ্যম ব্যবহারে নৈতিকতা ও নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন।

সোহেল কান্তি নাথ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর