নাগেশ্বরীতে ফায়ার সার্ভিসের গাড়ি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৬:৫২
ছবি : বাংলাদেশের খবর
কুড়িগ্রামের নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত গাড়ি চালক জাহিদ আহমেদের ঝুলন্ত মরদেহ তার ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে।
জাহিদ রংপুরের কাউনিয়া থানার মোহাম্মদ আলী শহীদের ছেলে। তিনি নাগেশ্বরীতে স্ত্রী ও সন্তান নিয়ে শামসুল হক ব্যাপারীর বাড়িতে দুই বছর ধরে ভাড়া থাকতেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা জানান, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১২টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পর জাহিদ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ সময় তার স্ত্রী ও ৬ বছরের কন্যা সন্তান স্কুলে ছিলেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, জাহিদ ১০–১২ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
এআরএস

