আলফাডাঙ্গায় খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৬:৫৭
ছবি : বাংলাদেশের খবর
'মুক্তির রাজপথ, ইসলামী খেলাফত' প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পৌর এলাকার মিঠাপুর দারুস সুন্নাহ মাদ্রাসায়। সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের খেলাফত মজলিসের বিভিন্ন নেতাকর্মী অংশ নেন।
উপজেলা যুব মজলিসের সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ফরিদপুর-১ আসনের দলটির মনোনীত প্রার্থী মুফতি শারাফাত হোসাইন।
প্রধান অতিথি যুবকদের উদ্দেশে বলেন, ‘যুবকরাই হচ্ছে একটি জাতির আগামী দিনের কান্ডারি। খেলাফত যুব মজলিসের প্রতিটি কর্মীকে ইসলামের আদর্শে মজবুত হতে হবে এবং নিজেকে একজন খাঁটি মুমিন হিসেবে গড়ে তুলতে হবে। যুব মজলিসকে কেবল একটি সংগঠন হিসেবে দেখলেই চলবে না, এটিকে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার বিপ্লবী প্ল্যাটফর্ম হিসেবে গ্রহণ করতে হবে। আমাদের লক্ষ্য স্পষ্ট—মাওলানা মামুনুল হকের ডাকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি পাড়া-মহল্লায় আল্লাহ্র দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া এবং জনশক্তিকে মজবুত করে মুক্তির রাজপথে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নেওয়া।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব মজলিসের জেলা শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান ও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইবাদত হোসাইন। তারা খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে যুবকদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং সংগঠনের জনশক্তিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর জোর দেন।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, উপজেলা যুব মজলিসের প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ ও উপজেলা যুব মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু মুসা। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামী সংগঠনের কর্মীদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে দিক-নির্দেশনামূলক আলোচনা করেন। সম্মেলনের শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাজাত করা হয়।
মিয়া রাকিবুল/এআরএস

