মাগুরার নতুন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান
তাছিন জামান, মাগুরা
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৭:৩৫
মাগুরার নতুন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান
সরকার দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে। মাগুরার নতুন পুলিশ সুপার হয়েছেন মো. হাবিবুর রহমান।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদায়নের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান। প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাচনী দায়িত্ব নিশ্চিতে মাঠ পর্যায়ে পুলিশের সর্বোচ্চ নেতৃত্বে বড় ধরনের রদবদল আনা হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, সোমবার (২৪ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-তে লটারি পদ্ধতিতে ৬৪ জেলার পুলিশ সুপার নির্বাচন করা হয়। এর আগে ২২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই ঘণ্টাব্যাপী এক বৈঠকে নির্বাচনকালীন পুলিশের বদলি ও নিয়োগ-সংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা হয়। আলোচনার ধারাবাহিকতায় লটারির মাধ্যমে প্রতিটি জেলার নতুন পুলিশ সুপার নির্ধারণ করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফেনী জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেবেন। অন্যদিকে, মাগুরার বর্তমান পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম পিপিএম-সেবা জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন হয়েছেন।
জানা গেছে, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বিসিএস পুলিশ ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি বগুরা রিজিওনের হাইওয়ে পুলিশ সুপার এবং সর্বশেষ ফেনী জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এআরএস

