শিবচরে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৭:৩৯
ছবি : বাংলাদেশের খবর
মাদারীপুরের শিবচরের সূর্যনগর বাস কাউন্টার থেকে যাত্রীদের নিকট অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে শিবচর উপজেলা যুবদলের সহসভাপতি সাব্বির আহমেদ চৌধুরী (তাপু চৌধুরী) নেতৃত্বে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে বাইপাস সড়কের ওপর বিকেল ৪টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় জনগণসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এতে অংশ নেন।
মানববন্ধনে যুবদল নেতা তাপু চৌধুরী বলেন, ‘আমাদের সূর্যনগর বাস কাউন্টার থেকে যাত্রীদের প্রতি ২০০ টাকার ভাড়ার পরিবর্তে ২৫০ টাকা নেওয়া হচ্ছে। প্রায় ৮–১০ দিন যাবত তারা এভাবে যাত্রীদের হয়রানি করছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে অচিরেই চাঁদাবাজদের আইনের আওতায় আনা হয়। আমাদের দলের কেউ এই ধরনের অপকর্মে জড়িত নয়।’
এআরএস

