কুমিল্লায় মাস্টার ট্রেইনারদের আইসিটি প্রশিক্ষণ উদ্বোধন
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৭:৫২
ছবি : বাংলাদেশের খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি’র আওতায় অনার্স কলেজের শিক্ষকদের জন্য আইসিটি বিষয়ক মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি কুমিল্লায় শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে কুমিল্লার কোটবাড়ি উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, উচ্চশিক্ষাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে হলে শিক্ষকদের ডিজিটাল দক্ষতা অর্জন জরুরি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আইসিটির আধুনিক টুলস, ডিজিটাল কনটেন্ট তৈরি, স্মার্ট ক্লাসরুম ব্যবস্থাপনা এবং অনলাইন শিক্ষাদানের কৌশল বিষয়ে হাতে–কলমে প্রশিক্ষণ পাচ্ছেন। তিন দিনের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে।
২৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলমান এ প্রশিক্ষণে মোট ৬০ জন শিক্ষক অংশ নিচ্ছেন—ব্যাচ ০৯ ও ১০ থেকে ৩০ জন করে।
উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কুমিল্লার পরিচালক রবিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার প্রকল্প পরিচালক প্রফেসর রায়হানা তসলিম, এইচএসটিটিআই কুমিল্লার উপপরিচালক মো. কামরুজ্জামান এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের উপপরিচালক আবদুল হালিম।
এআরএস

