পাবনায় দুদকের মামলায় দম্পতির ৫ বছরের কারাদণ্ড
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৯:৩৫
ছবি : বাংলাদেশের খবর
পাবনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুটি মামলায় মোছা. আসমা পারভীন ও তার স্বামী মো. জাহিদ হোসেনকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিশেষ জজ আদালত। একই সঙ্গে প্রায় ৫০ লাখ টাকা অর্থদণ্ড এবং তাদের সব স্থাবর–অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পাবনার বিশেষ জজ আদালতের বিচারক আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁ এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, দুর্নীতি দমন আইন ২০০৪–এর ২৬(২) ও ২৭(১) ধারায় আসমা পারভীনকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫৩ লাখ টাকার বেশি অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই তদন্তের অপর মামলায় তার স্বামী মো. জাহিদ হোসেনকেও একই মেয়াদের কারাদণ্ড ও সমপরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
রায় ঘোষণার পর দম্পতিকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়। পূর্বের হাজতবাস দণ্ডের সঙ্গে সমন্বয় করা হবে বলেও আদালত নির্দেশ দিয়েছেন। রায়ের ৩০ দিনের মধ্যে অর্থদণ্ড পরিশোধ না করলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আদায় করা হবে।
২০১৯ সালে শুরু হওয়া তদন্তের পর চার বছর ধরে সাক্ষ্য–প্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করা হলো।
শফিক আল কামাল/এআরএস

