Logo

সারাদেশ

নাটোরে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৯:৩৮

নাটোরে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

নাটোরে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ও ইসলামবিরোধী সব কর্মকাণ্ড বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাদ আসর শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন নাটোর জেলা হেফাজতে ইসলাম সেক্রেটারি মাওলানা মো. রফিকুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আহম্মদ পরিষদ নাটোর জেলা সহ-সভাপতি মুফতি আরিফুল ইসলাম, যুব আন্দোলন নাটোর জেলা সভাপতি হাফেজ মাওলানা হুজাইফা, জাতীয় ওলামা মাশায়েখ নাটোর সদর সাধারণ সম্পাদক মুফতি শাহ নূরুল্লাহ কায়েমী প্রমুখ।

বক্তারা বলেন, আবুল সরকার আল্লাহ ও ইসলাম সম্পর্কে কটূক্তি করেছেন—এ অভিযোগে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। শুধু গ্রেপ্তার বা কারাবন্দি করলেই হবে না; আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, আবুল সরকারের সমর্থনে যদি শহরে কোনো মিছিল বা সভা–সমাবেশ হয়, সে ক্ষেত্রেও আইনগত ব্যবস্থা নিতে হবে।

নাজমুল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর