ফরিদগঞ্জে অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৯:৪৫
ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ খাবারসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার রূপসা বাজারে যৌথ বাহিনীর সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অপরাধে রাজধানী বেকারি ও রাজশাহী বেকারিকে ৩০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে মেসার্স দেবীনাথ ফার্মেসিকে ১০ হাজার এবং বিথী ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ প্রসাধনী রাখার দায়ে জারা কসমেটিকসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মূল্য তালিকা না থাকায় বিসমিল্লাহ মিষ্টান্ন ভাণ্ডার ও হাজী স্টোরকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মায়ের দোয়া মাংসের দোকান মালিককে ৩ হাজার টাকা এবং পণ্যের মোড়ক ব্যবহার না করায় আবারও জারা কসমেটিকসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোট ৯ প্রতিষ্ঠানে ৯৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবে না বলে অঙ্গীকার করেন।
অভিযান চলাকালে অন্যান্য দোকানও পরিদর্শন করা হয় এবং ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং যৌথ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
আলআমিন ভূঁইয়া/এআরএস

