Logo

সারাদেশ

সুনামগঞ্জে জলমহালের ইজারায় অনিয়মের অভিযোগ

Icon

ধর্মপাশা-মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৯:৫১

সুনামগঞ্জে জলমহালের ইজারায় অনিয়মের অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নয়া বিল-২ নামক জলমহালটি উচ্চ আদালতের স্থগিতাদেশ অমান্য করে খাস-কালেকশনে ইজারা দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সংবাদ সম্মেলনটি বাদশাগঞ্জ বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজন করেন সেলবর্ষ ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের সবুর খান চৌধুরী।

সংবাদ সম্মেলনে সবুর খান চৌধুরী লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ২০২৪ সালের ২৩ আগস্ট তিনি উপজেলা প্রশাসনের কাছ থেকে এক বছরের জন্য ৬ লাখ টাকায় জলমহালটি ইজারা নেন। এরপর কাঠা-বাঁশ পুঁতে ও পাহারাদার নিয়োগ করে প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে মাছ সংরক্ষণ করেন। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর স্থানীয় প্রভাবশালী একটি চক্র ২০ লাখ টাকার মাছ লুটপাট করে।

তিনি আরও জানান, চলতি বছরও জলমহালটি ইজারায় নিতে আবেদন করলে উপজেলা প্রশাসন তা না দিয়ে শামীম মিয়া নামে এক ব্যক্তিকে খাস-কালেকশনের মাধ্যমে ইজারায় দেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ৯ নভেম্বর উচ্চ আদালতে স্থগিতাদেশের আবেদন করেন। আদালত তিন মাসের জন্য স্থগিতাদেশ দেন। তবু উপজেলা প্রশাসন আদেশ অমান্য করে ইজারা বহাল রেখেছে।

ইজারাপ্রাপ্ত মো. শামীম মিয়া বলেন, তিনি জলমহালটি জহিরুল নামে স্থানীয় এক ব্যক্তির কাছে বিক্রি করেছেন এবং উচ্চ আদালতের স্থগিতাদেশ বিষয়ে জানেন। ইউএনও জনি রায় জানান, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে স্থানীয়রা এই ইজারা ও প্রশাসনিক কর্মকাণ্ডকে ন্যায়বিচারের পরিপন্থি হিসেবে উল্লেখ করেছেন।

  • ইমাম হোসেন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর