Logo

সারাদেশ

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১৬৬ কেজি ভোল মাছ

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ২০:০১

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১৬৬ কেজি ভোল মাছ

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের টেকনাফ উপকূলীয় বাহারছড়ার জেলে জালে ধরা পড়েছে ১৬৬ কেজি ওজনের বিরল আকৃতির ভোল মাছ। মাছটি বিক্রি হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকায়।

স্থানীয় জেলেরা জানান, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সাগরে মাছ ধরার সময় হঠাৎ বিশাল এই ভোল মাছ জালের মধ্যে ধরা পড়ে। অতিরিক্ত ওজনের কারণে মাছটি নৌকায় তুলতে জেলেদের যথেষ্ট কষ্ট করতে হয়। নৌকার মালিক জানালেন, এত বড় মাছ জীবনে কখনো দেখেননি। জেলে সাইফুল ইসলাম বলেন, মাছ তুলতেই হিমশিম খেতে হয়েছে।

প্রাথমিকভাবে মাছটির দাম ২ লাখ টাকা হাঁকানো হলেও পরে বাহারছড়ার মাছ ব্যবসায়ী করিম সওদাগর ১ লাখ ৮০ হাজার টাকায় এটি কিনে নেন। পরে লামার বাজারের আড়তে আনুষ্ঠানিকভাবে বিক্রির কাজ সম্পন্ন হয়।

ক্রেতা করিম সওদাগর জানান, মাছটি রাজধানী ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। 

স্থানীয় জেলেরা বলছেন, এত বড় ভোল মাছ আগে কখনো ধরা পড়েনি। বিরল এই মাছ ধরা পড়ায় এলাকায় উৎসাহ ও কৌতূহল ছড়িয়ে পড়েছে।

  • ইমতিয়াজ মাহমুদ ইমন/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর