Logo

সারাদেশ

বিদায়ের আগে ঘরহীন বৃদ্ধাকে দৃষ্টিনন্দন গৃহ উপহার দিলেন ইউএনও

Icon

​আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ২০:১৪

বিদায়ের আগে ঘরহীন বৃদ্ধাকে দৃষ্টিনন্দন গৃহ উপহার দিলেন ইউএনও

​বদলিজনিত কারণে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছেড়ে যাওয়ার ঠিক আগমুহূর্তে এক অসহায় ও ঘরহীন বৃদ্ধাকে দৃষ্টিনন্দন সেমিপাকা গৃহ উপহার দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। শেষ কর্মদিবসে তার এই মানবিক উদ্যোগ স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামের বাসিন্দা সূর্য্য বেগম (৭০)। স্বামী প্রায় চল্লিশ বছর আগে মারা গেছেন। একমাত্র মেয়েকে নিয়ে দীর্ঘকাল ধরে একটি জরাজীর্ণ, ভাঙাচোরা ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন এই অসহায় বৃদ্ধা। শীত-বৃষ্টিতে তার সেই কষ্টের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠতো। অবশেষে ​বৃদ্ধা সূর্য্য বেগমের সেই দীর্ঘ কষ্টের অবসান ঘটালেন মানবিক ইউএনও রাসেল ইকবাল। 

​বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টা, যা ছিল ইউএনও রাসেল ইকবালের আলফাডাঙ্গায় শেষ কর্মদিবস। এইদিনই তিনি আনুষ্ঠানিকভাবে সূর্য্য বেগমকে নতুন ঘরটি বুঝিয়ে দেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থ বছরের টিআর প্রকল্প হতে ২ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই ঘরটি সবুজ রঙিন টিনের ছাউনিযুক্ত দুই কক্ষ বিশিষ্ট। ঘরটির সঙ্গে বারান্দা ও ওয়াশরুম সংযুক্ত করা হয়েছে। এতে বিদ্যুৎ সংযোগসহ লাইট, ফ্যান ও দু'টি খাট দেওয়া হয়েছে। গৃহ হস্তান্তরের পাশাপাশি ইউএনও বৃদ্ধাকে বিভিন্ন খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র উপহার দেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত।

​​নিজের বদলির খবর পাওয়ার পরও বিদায়ের আগে এমন মহৎ কাজ সম্পন্ন করায় স্থানীয়রা ইউএনও রাসেল ইকবালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

​স্থানীয় সংবাদকর্মী শাহারিয়ার হোসেন বলেন, ‘বৃদ্ধা সূর্য্য বেগমের মানবেতর জীবনের চিত্র মানবিক ইউএনও রাসেল ইকবাল মহোদয়কে অবগত করি্। তখন তিনি মুহূর্তের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি কেবল আশ্বাসই দেননি, বদলির আদেশ আসার পরও নিজের শেষ কর্মদিবসে এসে তিনি ঘরটি বুঝিয়ে দিয়ে গেলেন—এটিই তার অসামান্য আন্তরিকতা প্রমাণ করে।’

​এ বিষয়ে ইউএনও রাসেল ইকবাল বলেন, ‘মানুষের জন্য কিছু করতে পারার মধ্যেই আসল শান্তি। কর্মজীবনের শেষ প্রান্তে এসে একজন ঘরহীন মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমি আনন্দিত। আশা করি, বৃদ্ধা মা এখন নিরাপদে ও শান্তিতে জীবনযাপন করতে পারবেন।’

 ইউএনও রাসেল ইকবালের এমন মানবিক কর্মকাণ্ডে আপ্লুত হয়ে বৃদ্ধা সূর্য্য বেগম তার জন্য দোয়া করেন এবং স্থানীয়রা তাকে একজন 'জনবান্ধব কর্মকর্তা' হিসেবে আখ্যায়িত করে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনের সফলতা কামনা করেছেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর