Logo

সারাদেশ

নেতৃত্বগুণ তোমাদের মানুষ হিসেবে অমর করবে : জিএম সিরাজ

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ২০:৩৭

নেতৃত্বগুণ তোমাদের মানুষ হিসেবে অমর করবে : জিএম সিরাজ

ছবি : বাংলাদেশের খবর

পুথিগত বিদ্যা তোমাকে ডিগ্রি দেবে, কিন্তু নেতৃত্বগুণ তোমাদের মানুষ হিসেবে অমর করবে বলে মন্তব্য করেছেন বগুড়া-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ অডিটোরিয়ামে বগুড়ার শেরপুরে মেধাবী শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি সমৃদ্ধ শেরপুর-ধুনট এর উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী সম্মাননা ২০২৫ এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, শুধু তোমাদের প্রাপ্ত নম্বর বা জিপিএ নয়, অসীম সম্ভাবনা যা তোমাদের প্রত্যেকের ভেতরে সুপ্ত অবস্থায় আছে। তোমরা যারা আজ মেধার স্বাক্ষর রেখেছ, তোমরা প্রমাণ করেছ যে তোমরা কঠিনকে জয় করতে জানো। কিন্তু মনে রাখবে।

এ সময় শেরপুর উপজেলার এইচএসসি, আলিম ও কারিগরি শিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৭ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠন সমৃদ্ধ শেরপুর-ধুনট এর মূল উদ্যোক্তা ও তরুণ সমাজকর্মী আসিফ সিরাজ রব্বানী, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র সভাপতি পিয়ার হোসেন, বিএনপি নেতা টুলু।

  • মো. আব্দুল ওয়াদুদ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর