Logo

সারাদেশ

বরিশালে ২ বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ২১:০৬

বরিশালে ২ বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ছবি : বাংলাদেশের খবর

বরিশালের গৌরনদী পৌর বিএনপির দুই সাবেক শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করেছে কেন্দ্রীয় বিএনপি। 

পুনর্বহাল পাওয়া নেতারা হলেন-পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন শরীফ এবং সাবেক সদস্য সচিব মো. ফরিদ মিয়া।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক দুই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতাকে আগে প্রাথমিক সদস্যসহ সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে তাদের লিখিত আবেদন ও বিষয়টি পুনর্বিবেচনার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। ভবিষ্যতে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে পুনর্বহালপ্রাপ্ত নেতাদের সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে বিএনপি।

  • এস এম মিজান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর