Logo

সারাদেশ

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ২১:২৫

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জ-১ আসনের ধর্মপাশায় বিএনপির নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সভায় নেতাকর্মীরা এ প্রতিশ্রুতি দেন।

এতে সভাপতিত্ব করেন- উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন- উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক। 

প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল মোতালিব খান বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, ভোটাধিকার ফিরিয়ে আনতে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করেছি। এখন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সময়।’

ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্রো বলেন, ‘সকল মতভেদ ভুলে আমরা ধানের শীষের মনোনীত প্রার্থী আনিসুল হকের পক্ষে ঐক্যবদ্ধ। দলের ক্ষতি হতে দেব না, কারণ ব্যক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ বড়।’

সভায় আরও বক্তব্য দেন- যুগ্ম আহ্বায়ক এস. এম. রহমত, সদস্য মাজহারুল ইসলাম, আফসার আলী চন্দন পীর, ডা. নুরুল আমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. সাইফুর রহমান কামালসহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা। এছাড়া উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরাও মতবিনিময় সভায় অংশ নেন।

  • মো. আব্দুল হালিম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর