Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি, আহত ৪

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ২১:৫৪

নারায়ণগঞ্জে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি, আহত ৪

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের বাঘবের গ্রামে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে তিনটি গরু ও একটি খাসি লুট করা হয় এবং চারজন গুরুতর আহত হয়েছেন। 

স্থানীয়দের ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ভোরের অন্ধকারে ৭–৮ সদস্যের ডাকাতদল দুটি পিকআপ ভ্যানে করে আব্দুল মোতালিব মিয়ার বাড়ি ঘিরে ফেলে। রামদা, লোহার রড, ছুরি ও আগ্নেয়াস্ত্রসহ সজ্জিত ডাকাতরা মোতালিব মিয়াকে জিম্মি করে এবং তার তিনটি গরু ও একটি খাসি পিকআপে তুলে নেয়

পরিবারের সদস্য ও আশপাশের লোকজনকে দেখে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে মোতালিব মিয়া (৫২), আলম মিয়া (৪৮), মনির হোসেন (৪৫) ও গৃহবধূ ফাতেমা আক্তারকে (৪০) উপর্যুপরি ছুরিকাঘাত করে। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের ফেলে যাওয়া একটি ছুরি উদ্ধার করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে রূপগঞ্জে চুরি-ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। মাত্র এক সপ্তাহের মধ্যে অন্তত চারটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তারা পুলিশি তৎপরতার অভাবে ডাকাতদলের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করেছেন।

এলাকাবাসী দ্রুত টহল জোরদার, ডাকাত চক্রের গ্রেপ্তার এবং রাতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • এন বি আকাশ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকাতি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর