সাতক্ষীরায় কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১৭:১৩
ছবি : বাংলাদেশের খবর
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের তারানীপুর-ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের জন্য ঝুড়ঝুড়ি-হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে তারানীপুর-ভেটখালী জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- জি.এম. মুত্তালিব হোসেন, আলহাজ্ব আব্দুল মাজেদ, মোঃ সফিকুল ইসলাম, গাজী খালিদ সাইফুল্লাহ, মো. আব্দুল আজিজ, মো. মাহতাব হোসেন ও মো. নূরুজ্জামান। তারা বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে এলাকাটি প্লাবিত হয়। পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা না থাকায় চলাচলের রাস্তা, ধান্য ফসলের মাঠ, বসতভিটা ও পুকুর পানিতে তলিয়ে যায়।
এলাকাবাসী জানান, বর্তমানে সড়ক ও জনপদ বিভাগের রাস্তার কাজ চলমান। রাস্তা সংস্কারের পাশাপাশি কালভার্টটি নির্মাণ করা অত্যন্ত জরুরি। কালভার্ট নির্মিত হলে খালের পানি দিয়ে বিভিন্ন প্রকার ফসল উৎপাদন সম্ভব হবে।
এলাকাবাসী আরও জানান, তারা জেলা প্রশাসক, সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিতভাবে আবেদন করেছেন। তবে কর্তৃপক্ষ সরেজমিনে এসে মাপ-জরিপ করার পর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।
মানববন্ধন অনুষ্ঠানটি পরিচালনা করেন রমজাননগর দারুস সুন্নাহ আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক মো. মশিউর রহমান।
- আব্দুল কাদের/এমআই

