কুমিল্লায় স্বপ্নছোয়া ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১৭:৪১
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লার দাউদকান্দির বিটেশ্বর ইউনিয়নের নোয়াগাঁওয়ে স্বপ্নছোয়া ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই ক্যাম্পে চিকিৎসাসেবা নিয়েছেন ৫১০ জন। এতে আর্থিক সহযোগিতা করেন স্থানীয় প্রবাসীরা।
ফাউন্ডেশনের সভাপতি ইমরান হোসেন বাবু বলেন, গ্রামীণ মানুষকে সহজ প্রাথমিক সেবা দিতে তাদের এ আয়োজন।
ক্যাম্পে ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং সাধারণ রোগের চিকিৎসাসহ ফ্রি ওষুধ দেওয়া হয়। তিনি জানান, সেবাগ্রহীতাদের বেশির ভাগই নারী, শিশু ও প্রবীণ।
আয়োজনে সহযোগিতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল এনামসহ সাইফুল, শাহপরান, নাঈম, রিফাত, জুবায়ের ফয়সাল, মুফতি নাহিদ ও জাহিদ। সকাল থেকেই চিকিৎসা নিতে ভিড় করেন গ্রামবাসী। অনেকে বলেন, নিকট এলাকায় চিকিৎসাসুবিধা সীমিত হওয়ায় এ ধরনের ক্যাম্প তাদের জন্য বড় সহায়তা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমাজসেবক আবদুল মতিন, হান্নান মেম্বার ও স্থানীয় তিন মসজিদের ইমাম।
তারা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, নিয়মিত এ ধরনের আয়োজন হলে গ্রামীণ মানুষের স্বাস্থ্যসচেতনতা বাড়বে।
স্বপ্নছোয়া ফাউন্ডেশনের দায়িত্বশীলরা জানান, ভবিষ্যতেও আশপাশের এলাকায় বিনা খরচে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম চালিয়ে যেতে চান তারা।
- এমআই

