বিএনপি-জামায়াত ব্যর্থ, হাসিনার পদত্যাগের ঘোষক নাহিদ : ডা. সানী
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১৯:০০
ছবি : বাংলাদেশের খবর
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক-শক্তি কেন্দ্রীয় সংগঠক ডা. আব্দুল্লাহ আল সানী বলেছেন, ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে বিএনপি ও জামায়াত ব্যর্থ। শেখ হাসিনাকে বিতাড়িত করতে তার পদত্যাগের একদফার ঘোষক নাহিদ ইসলাম। আহ্বানে সাড়া দিয়েছিল ছাত্র, শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষ। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ পালিয়ে গেছে, রাক্ষসমুক্ত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে বগুড়ায় জাতীয় যুবশক্তি আয়োজিত ১২টি উপজেলার সম্ভাব্য নেতাদের সমাবেশে তিনি এসব কথা বলেন। শহরের একটি হলরুমে জেলা যুবশক্তির আহ্বায়ক মহিদ উল নবী মিশুর সভাপতিত্বে বক্তব্য রাখেন নেতারা।
ডা. আব্দুল্লাহ আল সানী বলেন, সরকারে থাকা ছাত্র উপদেষ্টারা বিচার, সংস্কার ও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করে কোন আসন থেকে নির্বাচন করবে, সেটা নিয়ে ব্যস্ত। বিপ্লবের পরে সমন্বয়ক, ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের পরিচয়ে অনেকে দুর্নীতি চাঁদাবাজিতে লিপ্ত, দুঃখজনক হলেও এটি সত্য।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এনসিপি নেতা ডা. সানী বলেন, জনপ্রিয় একটি রাজনৈতিক দল বিএনপি, নেতার অবর্তমানে তারা এখন জনবিচ্ছিন্ন হয়ে গেছে। নির্বাচনে বিএনপি ৮০টার বেশি আসন পাবে না। রেকর্ডসংখ্যক আসনে নির্বাচিত হয়ে এনসিপি সংসদে যাবে।
মাদকের বিস্তার প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের পর কক্সবাজারে ইয়াবা বদি এখন নেই। ইয়াবা বদি যদি না থাকে, তাহলে কোন বদি ইয়াবা পাচার করে। শুনেছি, কক্সবাজারের এসপি (পুলিশ সুপার) ট্রান্সফারে নাকি ৫ কোটি টাকা লাগে। কক্সবাজার, দিনাজপুরের ডিসি এবং এসপিকে আল্টিমেটাম দেন, দেশের জমিনে মাদক পাওয়া গেলে চাকরি থাকবে না। এদেরকে মাদক নির্মূল করতে বলা হলেও কথিত নিয়ন্ত্রণ করে। ১০০ বোতল ফেনসিডিল আসলে, ২০ বোতল ধরে আর ৮০ বোতলের টাকা খায়।
জাতীয় যুবশক্তির সমাবেশে বক্তব্য দেন- এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও বগুড়া জেলার প্রধান সমন্বয়কারী সাকিব মাহদী, জেলা সমন্বয়ক সৈয়দ সোহেল আহমেদ লিটন, জেলা যুবশক্তি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক প্রামাণিক, যুগ্ম মুখ্য সংগঠক মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারোয়ার হোসেন রনি, সংগঠক সাকিব মল্লিক পৃথিবী, জেলা ছাত্রশক্তির সদস্য সচিব সৈকত আলী, উপজেলা সমন্বয়ক নাইমুল ইসলাম, উজ্জ্বল হোসেন, আল আমিন, রাকিবুল হাসান নয়ন প্রমুখ। বগুড়ার ১২ উপজেলায় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সম্ভাব্য নেতা নির্বাচনে অভ্যন্তরীণ বৈঠক অনুষ্ঠিত হয়।
- জুয়েল হাসান/এমআই

