Logo

সারাদেশ

তারেক রহমানের কাছে আবেদন

ফরিদপুরে কৃষকদল নেতার অপকর্ম তদন্তের দাবি মহিলা দল নেত্রীর

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১৯:২৮

ফরিদপুরে কৃষকদল নেতার অপকর্ম তদন্তের দাবি মহিলা দল নেত্রীর

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুর জেলা মহিলা দলের সদস্য মুন্নী রহমান শুক্রবার (২৮ নভেম্বর) এক ফেসবুক পোস্টে ফরিদপুর-১ আসনের রাজনীতিতে কৃষক দল নেতা খন্দকার নাসিরুল ইসলামের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। 

তার দাবি, খন্দকার নাসিরুল ইসলাম দলের ভাবমূর্তি নষ্ট করছেন, একাধিকবার বিএনপির বিপক্ষে কাজ করেছেন এবং এলাকায় সন্ত্রাসী তৎপরতা ও চাঁদাবাজির মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করেছেন।

মুন্নী রহমান লিখেছেন, ফরিদপুর-১ আসনে খন্দকার নাসিরুল ইসলামের মতো একজন দানব, সন্ত্রাসীর গডফাদার, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুরের নেতৃত্বদানকারী, মামলাবাণিজ্য ও কমিটিবাণিজ্য করা ব্যক্তির হাত থেকে মুক্তি দিন প্রিয় নেতা তারেক রহমান।

তিনি অভিযোগ করেন, খন্দকার নাসির বারবার ধানের শীষ প্রতীকের বিপক্ষে অবস্থান নিয়েছেন। ১৯৯৬ সালে ধানের শীষে নির্বাচন করে মাত্র ৩,৯৮৪ ভোট পান নাসির। এরপর ভাড়া করা সন্ত্রাসী দিয়ে নিজের শক্তি দেখানোর চেষ্টা করেছেন বলে তিনি দাবি করেন।

মুন্নী রহমান আরও উল্লেখ করেন-

২০০১ সালের চার দলীয় জোট প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফরের বিপক্ষে খন্দকার নাসির আওয়ামী লীগের প্রার্থী কাজী সিরাজুল ইসলামের পক্ষে ভোট দিয়েছেন। ২০০৫ সালের উপনির্বাচনে তিনি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মুফতি শরাফত হোসেনের পক্ষে ভোট দেন। ২০০৮ সালে বিএনপি প্রার্থীর বিপক্ষে তিনি স্বতন্ত্র প্রার্থী কাজী সিরাজুল ইসলামের পাশে অবস্থান নেন। ২০১৮ সালেও ধানের শীষপ্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফরের বিপক্ষে নৌকার প্রার্থী আবদুর রহমানের পক্ষে অবস্থান নেন। ২০২৪ সালে কৃষক দলের সহ-সভাপতি পরিচয় ব্যবহার করে স্বতন্ত্র প্রার্থী ঈগলের পক্ষে কাজ করেছেন।

মুন্নী রহমান অভিযোগ করেন, নাসির অন্তত পাঁচবার বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন। কিন্তু এখনো তার প্রভাবের কারণে ফরিদপুর-১ আসনে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি উল্লেখ করেন, ফরিদপুর-১ আসনের আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার কমিটিতে একই ব্যক্তির নাম অন্তত ৭০ জনের ক্ষেত্রে আছে এবং এর জন্য দায়ী খন্দকার নাসির।

তিনি আরও বলেন, নাসির এলাকার সাধারণ মানুষকে সন্ত্রাস, চাঁদাবাজি ও হয়রানির মাধ্যমে ভীত-সন্ত্রস্ত করে রেখেছেন। তার স্বামী যুবদল নেতা মিনহাজুর রহমানকে হত্যার চেষ্টা করা হয়েছে, বিএনপি নেতাদের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে, ৭ নভেম্বর বিএনপি অফিস ভাঙচুর করা হয়েছে—এসব কর্মকাণ্ড নাসির বাহিনীই করেছে বলে অভিযোগ করেন মুন্নী রহমান।

পোস্টে তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে লিখেছেন, নাসির ফরিদপুর-১ আসনে বিএনপির নাম ডুবাচ্ছে। আপনি নিরপেক্ষভাবে তদন্ত করুন। যারা চাঁদাবাজির অর্থের কাছে বিক্রি হবে না—এরকম লোক পাঠান। সাধারণ মানুষ নাসিরকে কতটা ঘৃণা করে, সব তথ্য পাবেন।

তিনি সতর্ক করে উল্লেখ করেন, খন্দকার নাসির মনোনয়ন পেলে অতীতের মতো আবারও বিএনপির জামানত বাজেয়াপ্ত হবে।” একই সঙ্গে তিনি সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে শামসুদ্দিন মিয়া ঝুনুর নাম প্রস্তাব করেন।

মুন্নী রহমান লিখেছেন, কোনোভাবেই নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে সত্য তুলে ধরতে সামাজিক যোগাযোগমাধ্যমে আসলাম।

শেষপর্যায়ে তিনি তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন এবং আগামী নির্বাচনে তার বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হওয়ার জন্য দোয়া করেন।

  •  এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর