Logo

সারাদেশ

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১৯:৩৪

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা

ছবি : বাংলাদেশের খবর

বগুড়া সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের পালশা, চারমাথা ও গোদারপাড়া এলাকায় মিছিল, গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শহর যুবদলের সাবেক সভাপতি ও ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল মাসুদ রানা মাসুদের সঞ্চালনায় পথসভা ও গণসংযোগে বক্তব্য দেন- জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার।

তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সদর আসনে নির্বাচন করবেন এজন্য আমরা বগুড়াবাসীকে ধন্যবাদ জানাই। ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে নির্বাচন হয়নি। সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। আওয়ামী লীগের আমলে ভোটকক্ষে দেখা গেছে গরু, ছাগল ও কুকুর। যারা আওয়ামী লীগ করেছে, তারাও ভোটকক্ষে যায়নি, কারণ তারা জানে হাসিনার সরকারের নির্বাচনের প্রহসন। খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন এবং বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাবেন। বগুড়ার মানুষ সর্বোচ্চ ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে।’

পথসভায় তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দেশবাসীর দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রুবেল, শান্ত, জিতু, সুলতান, রানা, রাজ্জাক, মমি, রুহুল মান্নান, আকরাম আল আমিন, সিদ্দিক, খোরশেদ, জেমস, আওয়াল, কনক, নাহিদ, তানভির, রাজিব, মোমিন, শফিউল ইসলাম, রেজাউল, রবি, সুমন, পিয়াল, মুস্তাকিম, রাকিব, মমিন, দুদুল, রিকো, মিজানুর রহমান, সেলিম, শহিদ, ফরহাদ, রাসেল, মন্টু, জুয়েল, রাহাত, রাশু, শফিক, নিরব, মেহেদী, সৌরভ, মশিউর রহমান ও শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • জুয়েল হাসান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি তারেক রহমান সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর