Logo

সারাদেশ

পুলিশকে কামড় দিয়ে পালানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ২০:০২

পুলিশকে কামড় দিয়ে পালানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছবি : বাংলাদেশের খবর

পুলিশকে কামড় দিয়ে পালানোর ঘটনায় বরিশাল মহানগর ছাত্রদলের ১০ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মাসুমকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুক্রবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কার নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং শৃঙ্খলা ভঙ্গের কারণে মাসুমের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত ২১ নভেম্বর পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি পুলিশের একজন সদস্যের হাতে কামড় দিয়ে সেখান থেকে পালিয়ে যান। এ সময় তার সহযোগীদের হামলায় এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হন বলে অভিযোগ পুলিশের। তিন দিন পলাতক থাকার পর মাসুমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে ছাত্রদলের নাম ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন মাসুম। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক বিক্রি ও ছিনতাইয়ের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘মাসুম মাদকসহ তিনটি মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। মামলার আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি বাধা দেন এবং পরে পালিয়ে যান।’

  • গাজী আরিফুর রহমান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রদল বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর