Logo

সারাদেশ

বেতাগী সমিতির মিলনমেলা ২৩ জানুয়ারি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ২১:০৯

বেতাগী সমিতির মিলনমেলা ২৩ জানুয়ারি

ছবি : সংগৃহীত

বেতাগী উপজেলা কল্যাণ সমিতি ঢাকার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ জানুয়ারি ২০২৬ ধানমন্ডিতে দিনব্যাপী মিলনমেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে মতিঝিলের রিজিক হোটেলে কার্যকরী পরিষদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন- সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু। এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা গাজী আবদুর রহমান, উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, এম এ মালেক, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, সহসভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আলম এবং কার্যকরী সাধারণ সম্পাদক সেলিম মিয়া।

সভায় মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর ঢাকায় দুঃস্থ মানুষের মধ্যে ২০০ কম্বল বিতরণের সিদ্ধান্ত হয়।

এছাড়া সমিতির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলনমেলা-২০২৬ আয়োজনের সার্বিক প্রস্তুতির জন্য কার্যকরী সাধারণ সম্পাদক সেলিম মিয়াকে আহ্বায়ক করে ১৭ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

সভায় জানানো হয়, সভাপতি বিদেশে থাকায় সমিতির কার্যক্রম সাবলীল রাখতে সহসভাপতি ও রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

সভা শেষে বেতাগী হানাদার মুক্ত দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয় এবং জীবিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া করা হয়।

  • এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর