Logo

সারাদেশ

কুড়িগ্রামে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩

Icon

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১৫:১৫

কুড়িগ্রামে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের ১০ জনের বেশি আহত হয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলখানা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামাল উদ্দিনের ছেলে আলতাফ মিয়া, মানিক উল্লাহর ছেলে এরশাদুল হক (৪০) ও মানিক উল্লাহর বোন মোছা. কুলসুম বেগম (৫০)।

নিহতদের পরিবারের বরাত দিয়ে জানা যায়, গত তিন বছর ধরে জমি নিয়ে তাদের চাচাতো ভাইদের মধ্যে বিরোধ চলে আসছিল। সকালে কথাকাটাকাটির জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় উভয় পক্ষের ১০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা নিশ্চিত করেছেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নূর-ই-আলম সিদ্দিক/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর