Logo

সারাদেশ

১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে জামালপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, জামালপুর

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১৬:১৭

১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে জামালপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

ছবি : বাংলাদেশের খবর

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ন্যায্য দাবিদাওয়া ও দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা রোববার (৩০ নভেম্বর) কর্মবিরতি পালন করেছেন। কর্মবিরতি সকাল ৯টা থেকে হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

কর্মবিরতির কারণে হাসপাতালের আউটডোর সেবা ব্যাহত হয়। বিশেষ করে ল্যাব টেস্ট ও ওষুধ সরবরাহ কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে। সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা সমস্যায় পড়েছেন।

সংক্ষিপ্ত সমাবেশে বিএমটিএ জামালপুর জেলা শাখার সভাপতি আমিনুল হক, মোফাজ্জল হোসেন ও মেডিকেল টেকনোলজিস্ট আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার।

দায়িত্ব ও কাজের পরিমাণ অনেক হলেও পদোন্নতি, বেতনগ্রেড ও সুযোগ-সুবিধায় তারা বঞ্চিত। করোনা, ডেঙ্গু, নিপাহসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করার পরও ন্যায্য গ্রেড থেকে তারা বঞ্চিত।

বক্তারা আরও হুঁশিয়ারি দেন, দ্রুত দাবি পূরণ না হলে শাটডাউনসহ ধারাবাহিক আন্দোলনে যাওয়া হবে। এতে দেশের সব জেনারেল হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের সেবা ব্যবস্থা আরও ভেঙে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

কর্মবিরতিতে জামালপুর জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্টসহ অন্যান্য সংশ্লিষ্ট পেশাজীবীরাও একাত্মতা প্রকাশ করেন।

মেহেদী হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ কর্মবিরতি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর