ভাঙ্গায় কাভার্ডভ্যান-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫
ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ডভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মধুউল্লাহ (৫২) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ডভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মো. মধুউল্লাহ (৫২) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে পিকআপচালক আশিকুল ইসলাম (৩০) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল-ফরিদপুর মহাসড়কের ভাঙ্গা এক্সপ্রেসওয়ে গোলচত্বর সংলগ্ন প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মধুউল্লাহ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপখালী গ্রামের মৃত আব্দুস ছত্তারের ছেলে। তিনি ফল ব্যবসার কাজে পিকআপযোগে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুরগামী কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ফল বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মধুউল্লাহ মারা যান। গুরুতর আহত চালক আশিকুল ইসলামকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন জানান, পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। চালক আহত অবস্থায় চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত যান দুটো হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
ইমরান মুন্সী/এমবি

