Logo

সারাদেশ

মহাসড়কে চলন্ত প্রাইভেটকারের ওপর উঠে গেল পিকআপ

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭

মহাসড়কে চলন্ত প্রাইভেটকারের ওপর উঠে গেল পিকআপ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দ্রুতগতির একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি প্রাইভেটকারের ওপর উঠে যায়। ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দ্রুতগতির একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি প্রাইভেটকারের ওপর উঠে যায়।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মাওনা উত্তরপাড়া এলাকায় মীর সিরামিক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কে হঠাৎ পিকআপটি দুলতে দুলতে দ্রুতগতিতে সামনে থাকা প্রাইভেটকারের ওপর উঠে যায়। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হয়। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে সবাই অল্পের জন্য রক্ষা পায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, পিকআপটি খুব দ্রুতগতিতে আসছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এটি প্রাইভেটকারের ওপর উঠে যায়। ভাগ্য ভালো প্রাইভেটকারের ভেতরে থাকা কেউ গুরুতর আহত হননি।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ূব আলী বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

সোহেল/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর