Logo

সারাদেশ

ধামরাইয়ে র‌্যাবের অভিযান

কাপড়ের রং–কেমিক্যালে তৈরি হতো নকল গুড়

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৩

কাপড়ের রং–কেমিক্যালে তৈরি হতো নকল গুড়

ছবি : বাংলাদেশের খবর

ChatGPT said:

ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের চাউলাইল এলাকায় নকল খেজুর গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব–৪। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নবীনগর ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

র‍্যাব জানায়, কারখানাটিতে কাপড়ের রং, বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল, ফিটকিরি, চিনি, আটা, আখের গুড় ও খেজুর গুড়ের ফ্লেভার ব্যবহার করে ‘খাঁটি খেজুর গুড়’ নামে নকল গুড় উৎপাদন করা হতো। প্রতিদিন এসব ভেজাল গুড় বাজারে সরবরাহ করা হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযানকালে বিপুল পরিমাণ কাঁচামাল, বিভিন্ন রাসায়নিক, ব্যবহৃত মেশিনারি ও প্রস্তুত অবস্থায় থাকা নকল গুড় জব্দ করা হয়। কারখানায় কর্মরত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম বলেন, এসব উপাদান দিয়ে তৈরি গুড় স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। কারখানার মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অভিযান শেষে কারখানাটি সিলগালা করা হয়।

হাসান ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর