সেন্টমার্টিন থেকে আসার পথে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৯
প্রবালদ্বীপ সেন্টমার্টিন থেকে টেকনাফ আসার পথে বঙ্গোপসাগরে স্পিডবোট ডুবির ঘটনায় মা ও তার মেয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটের অদূরে গোলারচর সংলগ্ন সাগরে এ দুর্ঘটনা ঘটে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া দুইজন হলেন- সেন্টমার্টিন ইউনিয়নের পূর্ব পাড়ার বাসিন্দা মরিয়ম আক্তার ও তার শিশু মেয়ে মাহিমা আক্তার।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা স্পিডবোটের আট যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মরিয়ম আক্তার ও তার মেয়েকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন ছয়জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, দুর্ঘটনায় পড়া স্পিডবোটের দুই যাত্রী মা ও মেয়ে মারা গেছেন। অন্য যাত্রীরা চিকিৎসা নিচ্ছেন। মরদেহ থানায় আনা হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকে চলতি মৌসুমে প্রথমবারের মতো কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথমদিনে তিনটি জাহাজে ১ হাজার ১৭৪ জন পর্যটক দ্বীপে পৌঁছেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আগামী দুই মাস ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য রাত্রিযাপন উন্মুক্ত থাকবে সেন্টমার্টিন।
এমবি

