খলাপাড়া গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১৫:০৯
ছবি : বাংলাদেশের খবর
মহান মুক্তিযুদ্ধের বেদনাবিধুর স্মৃতিবিজড়িত খলাপাড়া গণহত্যা দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন।
সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামের ন্যাশনাল জুট মিলের কোঁজে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের স্মরণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক কাজী, মোহাম্মদ হোসেন পাঠান, মো. আনোয়ারুল হক বাচ্চু, কাজী মনির হোসেনসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, প্রকৌশলী রেজাউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ন্যাশনাল জুট মিল সংলগ্ন জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের ইমাম দোয়া পরিচালনা করেন।
উপস্থিত সকলেই শহীদদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে ও শহীদদের স্মৃতি সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এআরএস

